শিবচরে রাখাল রাহার মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৩

মাদারীপুর জেলার শিবচরে রাখাল রাহার মৃত্যুদণ্ড দাবিতে দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে হাজী শরীয়ত উল্লাহ্ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন পীরজাদা হানজালা সাহেব ও পীরজাদা ত্বহা সাহেব। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,এসময় তারা একটি প্রতিবাদ সমাবেশে করে।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা হানজালা সাহেব বলেন, আমরা আজ বিক্ষোভে কষ্ট নিয়ে দাঁড়িয়েছি, যে কষ্টের কোন সীমা নাই, বাংলাদেশ হল মুসলমানদের দেশ, বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ, আমরা কিছুদিন পরপরই দেখতে পাই একটি চক্র আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে,তারপরে একটা হট্টগোল শুরু হয়,আমার নবী আমার ঈমানের অংশ,যে নবীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি,আমার নবীকে যখনই আঘাত করা হয় তখনই বাংলাদেশের ১৮ কোটি মানুষ রাজপথে নামতে বাধ্য হয়, আমরা রাজপথের নামি আর আপনারা টেলিভিশনে বসে বিফিং দেন। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে আমাদের বক্তব্য একটাই বাংলাদেশে আর কোন নাস্তিকের ঠাঁই হবে না। বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি আমাদের প্রশাসনকে সহায়তা করতে হবে'।

উল্লেখ্য যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ফেসবুকে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একটা পোস্ট দেন। এর প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত