আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস, বইছে সমালোচনার ঝড়

জেলা প্রতিনিধি, মাদারীপুর

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস, বইছে সমালোচনার ঝড়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মাদারীপুর জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তিনি এনসিপি মাদারীপুর জেলার কার্যকরী সদস্য।

বিজ্ঞাপন

ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তাকে।

প্রথমে আবদুর রহিম দাবি করেন, নারীটি তার স্ত্রী। তবে পরে তিনি স্বীকার করেন, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী নন। এ সময় তিনি ভুল হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবদুর রহিমের আচরণের নিন্দা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃত্বকে মৌখিকভাবে জানিয়েছে। তবে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, ‘একদিকে ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হওয়া হতাশাজনক, অন্যদিকে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অসামাজিক আচরণও কাম্য নয়।’

এনসিপির মাদারীপুর জেলা শাখার নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন