সোনারগাঁয়ে ব্যস্ত সময় পারছে লিচু বাগান মালিকরা

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০: ৫৭

বাজারে এসেছে রসালো মৌসুমি ফল সোনারগাঁয়ের লিচু। মৌসুমের শুরুতেই সোনারগাঁয়ের লিচু বাজারে প্রথমে উঠে। আর এ লিচু গাছ থেকে পাড়া ও বাজারে বিক্রি করায় ব্যস্ত সময় পারছেন বাগান মালিকরা। তবে আবহাওয়ার কারণে এবার তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

লিচু ব্যাবসায়ি আনোয়ার, মান্নান ও আমান উল্লা জানান, আমরা ফুল হওয়ার পূর্বেই প্রায় ৫০/৬০ লাখ টাকার লিচু বাগান কিনে ফেলি। এখন খুব ব্যস্ত সময় পার করছি। আল্লাহ চাইলে আবহাওয়া ভালো থাকলে ব্যাবসা হয় আর আবহাওয়া খারাপ থাকায় ব্যাবসায় লোকসান গুনতে হয়।

বিজ্ঞাপন

সোনারগাঁয়ের লিচু ব্যাবসায়ি মো. আবুল হোসেন জানান, আমরা বর্তমানে খুবই ব্যস্ত সময় পার করছি। তবে এবার ব্যাবসায় তেমন সুবিধা হবে না। ঔষধ, সেচ ও বিভিন্ন খরচ সহ বাগানের পিছনে অনেক ব্যয় হয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় খরার কারনে লিচুর আকার বড় হয়নি।

সোনারগাঁয়ের লিচু বাগান মালিক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল জানান, সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা, ভট্রপুর এবং ষোলপাড়া এলাকায় ছোট বড় মিলিয়ে তার ৫টি বাগান রয়েছে। এবছর ফুল হওয়ার পূর্বেই তিনি বাগান গুলো ২৫ লাখ টাকায় বিক্রি করেছেন।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, লিচু বাগান মালিকরা এখন খুবই ব্যস্ত সময় পার করছেন। তবে এ বছর তাপমাত্রার কারণে সোনারগাঁয়ের লিচু আশানুরূপ ফলন হয়নি। ফুল থেকে ফল পর্যন্ত কয়েকবার বৃষ্টি হলে ফলন মোটামুটি ভালো হয়ে থাকে। সোনারগাঁয়ে কদমি, পাতি ও চায়না-৩ এই তিন জাতের লিচুর চাষ হয়ে থাকে। সোনারগাঁয়ের ৮৫টি গ্রামে ছোট বড় মিলিয়ে ১০৭ হেক্টর জমিতে লিচু চাষ হয়ে থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব বাগান থেকে ৮'শ ৫৬ মেট্রিকটন লিচু হয়ে থাকে। তবে এবছর আবহাওয়া লিচুর অনুকুলে না থাকায় আমাদের হিসেবে ৭'শ ২০ মেট্রিকটন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়:

সোনারগাঁ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত