আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। ৫ আগষ্টের পর বেশ কিছুদিন গা ডাকা দেয়ার পর ফের বেপরোয়া হয়ে উঠে তিনি। তার ভয়ে কেউ কথা বলতে পারতো না।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বিস্ফোরক মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে রুহুল আমিনকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...