নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ

আ.লীগ নেতা জাহিদের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৬
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ২৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ব্যাপক সামালোচনা হচ্ছে। সেই ঘটনার জেরে অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পাল্টা ডিম নিক্ষেপ করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাসানের বাড়ি তেলিপাড়া গ্রামে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

ঘটনার জন্য দায়ী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসানের নাম উঠে আসে। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জাহিদ হাসানের শরীয়তপুরের বাড়ির সামনে গিয়ে শেষ হয়, যেখানে তারা বাড়ির দেয়াল ও ফটকে পাল্টা ডিম ছুড়ে প্রতিবাদ জানান।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত