আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে লাশ হলেন যুবক

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে লাশ হলেন যুবক

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মনির পাবনার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দেওয়ান সাহাবুদ্দিনের গোয়াল ঘরের টিন কাটতে থাকেন চোর চক্রের চার-পাঁচ সদস্য। এ সময় টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন তিনি। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে চারজন পালিয়ে যান। তবে পালাতে গিয়ে ক্ষেতের আইলে আটকে গেলে গ্রামবাসীর গণপিটুনিতে মনির মারা যান।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র-চুরি, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন