আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাথী নোয়াখালীর সেনবাগ উপজেলার সাঁতার পাইয়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ রনি জানান, সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালের দিকে শনিরআখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন