দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২ ঘণ্টা পর ফেরি চালু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৩১

ঘন কুয়াশায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার ভোর ৫টায় পুনরায় ফেরি চালু হয়। এর আগে, ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় দুই ঘণ্টা পর আবারও চালু করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত