ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় ফরিদপুর-৪ (ভাঙা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এক ব্যতিক্রমী দৃশ্য নজর কাড়ছে এলাকাবাসীর। এ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তার আপন ৯ ভাই ও পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণসংযোগে নেমেছেন, যা নির্বাচনি মাঠে সৃষ্টি করেছে ভিন্নমাত্রার আলোচনার।
মুজাহিদ বেগ একজন সফল স্থপতি হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি আনোয়ারা মান্নান বেগ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ক্রীড়াঙ্গনে তাঁর সম্পৃক্ততার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর অনূর্ধ্ব-১৭ জাতীয় লিগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এলাকার সাধারণ ভোটাররা বলছেন, আপন দুই ভাইকে ভিন্ন দল বা একই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দেখা গেলেও কোনো প্রার্থীর পক্ষে পুরো পরিবারকে নিজ নিজ কর্মস্থল ছেড়ে এভাবে মাঠে নামতে খুব কমই দেখা যায়। শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই পরিবারের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নির্বাচনি পরিবেশে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।
মুজাহিদ বেগের প্রচারণায় অংশ নিচ্ছেন তার বড় ভাই দেশের স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডা. মহাসিন বেগ, স্থপতি মো. মুজিবুর রহমান বেগ, প্রকৌশলী মোহাম্মদ জাফর বেগ, ব্যবসায়ী মহব্বত জান বেগ, মো. ইলিয়াস বেগ, মো. জাহিদ হাসান বেগ এবং কনিষ্ঠ ভাই খ্যাতনামা ওরাল সার্জন ডা. রফিকুল সালেহীন বেগসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
স্থানীয়দের মতে, ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের বৃহৎ পরিবারভিত্তিক ঐক্যবদ্ধ প্রচার স্থানীয় রাজনীতিতে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

