আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গী জোড় ইজতেমায় আগত দুই মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গী জোড় ইজতেমায় আগত দুই মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত নূর আলম (৮০) ও চাঁন মিয়া (৬০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোররাতে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।

নিহত নূর আলম নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা সরিষাবাড়ি এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, টঙ্গী ময়দানে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমায় নোয়াখালী জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন নূর আলম এবং জামালপুর জেলার জন্য নির্ধারিত খিত্তায় চাঁন মিয়া।

একপর্যায়ে রাতে নূর আলম খিত্তায় ঘুমিয়ে যান। পরে সাথীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জামালপুর জেলার খিত্তায় অবস্থানকালে চাঁন মিয়া শুক্রবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুমার নামাজের পরে নূর আলমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং চাঁন মিয়ার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত: আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন