উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মেহেবুবা আক্তার জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গাড়ি উল্টে যায় প্রায় সময়। হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা ইউএনও এবং ডিসি অফিসে স্মারকলিপি পেশ করেছি। কিন্তু তারা এর কোনো সুরাহা করছে না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। এ সময় তারা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব হৃদয় ভূইয়া বলেন, এই সড়কে অনেক ওভারলোড পরিবহন চলাচল করে। যার কারণে অল্প সময়ে সড়কের এই বেহাল দশা। অবিলম্বে সড়ক সংস্কার এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবী জানান তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল থেকে ছাত্র-জনতা সংস্কারের দাবিতে সড়কটি অবরোধ করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারাও আসছেন। আগামী রোববার ডিসি অফিসে বসে সড়ক সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। পরে গতকাল সন্ধ্যায় তারা অবরোধ তুলে নেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মেহেবুবা আক্তার জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গাড়ি উল্টে যায় প্রায় সময়। হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা ইউএনও এবং ডিসি অফিসে স্মারকলিপি পেশ করেছি। কিন্তু তারা এর কোনো সুরাহা করছে না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। এ সময় তারা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব হৃদয় ভূইয়া বলেন, এই সড়কে অনেক ওভারলোড পরিবহন চলাচল করে। যার কারণে অল্প সময়ে সড়কের এই বেহাল দশা। অবিলম্বে সড়ক সংস্কার এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবী জানান তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল থেকে ছাত্র-জনতা সংস্কারের দাবিতে সড়কটি অবরোধ করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারাও আসছেন। আগামী রোববার ডিসি অফিসে বসে সড়ক সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। পরে গতকাল সন্ধ্যায় তারা অবরোধ তুলে নেন।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৪ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৫ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৬ ঘণ্টা আগে