ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ১৬
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪৭
হাইওয়ে থানা

ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীনসহ প্রাণ হারিয়েছেন তিনজন। তারা হলেন বাবুল হোসেন (৩০), শারমিন আক্তার (২৮) ও সুভাষ লোহাকার (৭৪)।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে ৯টায় মহাসড়কের বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী দম্পতি।

নিহত বাবুল হোসেন ও শারমিন দম্পতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তারা ধামরাইয়ে মাহমুদা অ্যাটায়ার্স পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে মানিকগঞ্জ লেন হয়ে সদর উপজেলার পাঁচ বাড়ৈ এলাকায় বাড়ি ফেরার পথে বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। পরে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৯টায় মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত এক পরিবহনের চাপায় পথচারী সুভাস লৌহকার (৭৫) নিহত হন।

পুলিশ জানায়, সুভাস লৌহকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়ার সাগর লৌহকারের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রূপল চন্দ্র দাস বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত