কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়ে আসছেন স্ত্রী ও দুই মেয়ে। গত এক মাস ধরে প্রতিদিন উঠান বৈঠক, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার পাড়া-মহল্লায় তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালাচ্ছেন। এতে নারী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
জানা গেছে, কিশোরগঞ্জ- ২ আসনে বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে তিনি মনোনয়ন পাওয়ায় ঐক্যবদ্ধ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকলস্তরের নেতাকর্মীরা তার পক্ষে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। এরই মধ্যে গত এক মাস ধরে মাঠে-ময়দানে ব্যাপক গণসংযোগে নেমেছেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের স্ত্রী সৈয়দা চায়না জালাল এবং দুই মেয়ে অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু ও ফারিয়া জান্নাত ইনা।
পাকুন্দিয়া উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. শামছুন্নাহার আপেল বলেন, প্রায় প্রতিদিনই বিএনপি প্রার্থী জালাল ভাইয়ের পক্ষে তার স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছি। গ্রামের মা-বোনেরা ব্যাপক সাড়া দিচ্ছেন। গুছিয়ে কথা বলতে পারেন মুমু ও ইনা। তাদের কথাশুনে তরুণীরা ব্যাপক উৎসাহ পাচ্ছে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বক্তব্য দেওয়ায় মা-বোনেরা চোখের পানি ফেলছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

