ফিলিস্তিনে ইসরাইলের চালানো গণহত্যা ও নিরীহ শিশু-নারী হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর দেড়টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় রাজৈর বাসস্ট্যান্ড, কলেজগেট, বেপারীপাড়া মোড়, কাঁচাবাজার, থানার মোড় ও শানেরলাড়সহ বিভিন্ন স্থানে আল্টিমেটাম দেন তারা।
সরকারি রাজৈর ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত শিকদারের নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গার্মেন্টস কাপড় ব্যবসায়ী হাসান বেপারী ও সোহেল বেপারী, শিক্ষার্থী সবুজ আকন, অন্তর মোল্লা, শিফাতসহ অনেকেই। তাদের সঙ্গে রাজৈর থানা পুলিশও অংশ নেন।
সকল ব্যবসায়ী ও দোকানীদের প্রতি অনুরোধ করে সরকারি রাজৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থী শান্ত শিকদার মাইকিং করে বলেন, ইসরায়েলি একেকটি পণ্যের মূল্য কোটি টাকা। দোকানদাররা বিক্রি করে আর আমরা কিনি। সেই টাকা দিয়ে অস্ত্র তৈরি করে ফিলিস্তিনের মা-বোনদের ওপর হামলা করে। ছোট ছোট ভাই-বোনদের হত্যা করে। তাই ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য সকল ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে হবে। সকল ব্যবসায়ীদের বুঝের মাধ্যমে বলা হয়েছে ৩ দিনের মধ্যে সকল ইসরায়েলি পণ্য ফেরত দিন। নতুন করে কোন ইসরায়েলি পণ্য অর্ডার করবেন না। লিফলেটে ইসরায়েলি পণ্যগুলোর নাম, ছবি ও কোম্পানির নাম দেওয়া হয়েছে। আর কেউ বিক্রি করবেন না। যদি ৩ দিন পর কোনো দোকানে ইসরায়েলি পণ্য পাওয়া যায় তাহলে সেই দোকানদারকে জরিমানাসহ শাস্তি দেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

