আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাজিরায় ককটেল বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

জাজিরায় ককটেল বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন যেন ক্রমেই পরিণত হচ্ছে সহিংসতার কেন্দ্রভূমিতে। আধিপত্য বিস্তারকে ঘিরে ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মুলাই বেপারিকান্দি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। কিছুক্ষণ পর তারা একটি রসুন ক্ষেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়াকান্দি গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাম্প্রতিক সময়ে বিলাসপুর এলাকায় চলমান রাজনৈতিক ও সামাজিক বিরোধের বলয়ে জড়িয়ে পড়েছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

গত শনিবার দিনগত রাত থেকে দুই পক্ষের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, নিহতের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরি বা বহনের সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন