আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চোর অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

চোর অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে চোর অপবাদ দিয়ে পারভেজ (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসার ভাড়াটিয়া।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ নির্মাণ শ্রমিক, চোর না। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। আমার স্বামীর হত্যার বিচার দাবি করেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন