উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামারপট্টিতে এখন চলছে দিনরাতের টুং টাং শব্দের প্রতিযোগিতা। ছুরি, চাপাতি, বঁটি ও দা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।
উপজেলার গোপালদী বাজারে দেখা গেছে, ৬০ বছর বয়সী কামার আবদুল মান্নানের ছোট একটি দোকানে বসে চাপাতিতে শান দিচ্ছেন। কথা বলার সময় নেই। পাশে দাঁড়িয়ে থাকা এক গ্রাহক বললেন, ভাই, চাপাতিটা একটু আগে করে দেন, সামনে অনেক কাজ।
আবদুল মান্নান জানালেন, বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদের আগে এত চাপ পড়ে যে নিশ্বাস নেওয়ার সময় পাই না। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করছি।
তিনি আরও বলেন, একেকটা ছুরি ২০০-২৫০ টাকা, চাপাতি ৪০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। যারা শান দিতে আসে, সেখানেও আয় হয়। ঈদের এই সময়টাই আমাদের মূল রোজগারের সুযোগ।
কামারপট্টির একদম শেষ মাথায় থাকা তরুণ কামার সোহাগ জানালেন, আমার বাবা-দাদার পেশা ছিল কামারগিরি। এখন তো অনেকে এই পেশা ছাড়ছে, কারণ সারা বছর কাজ কম। কিন্তু আমি এখনো ধরে রেখেছি। এই ঈদের সময়েই যা একটু ভালো আয় হয়, বাকিটা সময় খুব কষ্টে চলতে হয়।
তিনি আরও বললেন, মেশিনে তৈরি যন্ত্রপাতির সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আবার কাঁচামালের দামও বেড়েছে। লোহা কিনে এনে হাতের কাজ করলে খরচ পড়ে বেশি, লাভ হয় কম।
গোপালদী বাজারের বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেল, ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন নতুন দা, কেউ পুরোনো চাপাতি শান দিতে এসেছেন। দোকানিদের মুখে হাসি। ঈদের এই মৌসুমটাই যেন তাদের সারা বছরের প্রাপ্য তুলে দেয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামারপট্টিতে এখন চলছে দিনরাতের টুং টাং শব্দের প্রতিযোগিতা। ছুরি, চাপাতি, বঁটি ও দা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।
উপজেলার গোপালদী বাজারে দেখা গেছে, ৬০ বছর বয়সী কামার আবদুল মান্নানের ছোট একটি দোকানে বসে চাপাতিতে শান দিচ্ছেন। কথা বলার সময় নেই। পাশে দাঁড়িয়ে থাকা এক গ্রাহক বললেন, ভাই, চাপাতিটা একটু আগে করে দেন, সামনে অনেক কাজ।
আবদুল মান্নান জানালেন, বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদের আগে এত চাপ পড়ে যে নিশ্বাস নেওয়ার সময় পাই না। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করছি।
তিনি আরও বলেন, একেকটা ছুরি ২০০-২৫০ টাকা, চাপাতি ৪০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। যারা শান দিতে আসে, সেখানেও আয় হয়। ঈদের এই সময়টাই আমাদের মূল রোজগারের সুযোগ।
কামারপট্টির একদম শেষ মাথায় থাকা তরুণ কামার সোহাগ জানালেন, আমার বাবা-দাদার পেশা ছিল কামারগিরি। এখন তো অনেকে এই পেশা ছাড়ছে, কারণ সারা বছর কাজ কম। কিন্তু আমি এখনো ধরে রেখেছি। এই ঈদের সময়েই যা একটু ভালো আয় হয়, বাকিটা সময় খুব কষ্টে চলতে হয়।
তিনি আরও বললেন, মেশিনে তৈরি যন্ত্রপাতির সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আবার কাঁচামালের দামও বেড়েছে। লোহা কিনে এনে হাতের কাজ করলে খরচ পড়ে বেশি, লাভ হয় কম।
গোপালদী বাজারের বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেল, ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন নতুন দা, কেউ পুরোনো চাপাতি শান দিতে এসেছেন। দোকানিদের মুখে হাসি। ঈদের এই মৌসুমটাই যেন তাদের সারা বছরের প্রাপ্য তুলে দেয়।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে