শিবচরে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

‘নিম্নমানের মিটারে বিল বেশি আসায় গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়’

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৬

শিবচর উপজেলার জোনাল অফিসের এন ফোর্সম্যান কোঅডিনেটর নিজাম উদ্দিন বলেন, আমরা গ্রাহকদের স্বার্থেই আন্দোলন করছি,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির কারণে আমরা হয়নি শিকার হচ্ছি। তারা নিম্নমানের সামগ্রী ক্রয় করেন, নিম্নমানের মিটার গ্রাহকদের প্রদান করেন, যার কারণে গ্রাহকদের মিটার বিল বেশি আসে, মিটার বিল বেশি আসার কারণে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়।

বিজ্ঞাপন

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে গণছুটিতে রয়েছেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীরা।

গ্রাহক ভোগান্তি চরমে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির শিবচর উপজেলার জোনাল অফিস,সাবজোনাল অফিস ও উপকেন্দের সকল কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য শিবচের একটি জোনাল অফিস, একটি সাবজোনাল অফিস, পাঁচটি উপকেন্দ্র রয়েছে।

সোমবার সকালে ঘটনার সত্যতা জানতে পল্লী বিদ্যুৎ সমিতির শিবচর উপজেলার জোনাল অফিসে গিয়ে দেখা যায়,অফিসের বেশিরভাগ রুমেই তালা দেয়া। শুধুমাত্র ব্যাংকের টাকা জমা নেয়ার রুমটি খোলা রয়েছে।

এ সময় স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায়, পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালা দিয়ে অনির্দিষ্টকালের গণছুটি পালন করছেন। তাদের দাবি আদায়ের জন্যই এ কর্মসূচি পালন করছে বলে আমরা জেনেছি।

পল্লী বিদ্যুতের মিটার সমস্যা নিয়ে শিবচর জোনাল অফিসে আসা রোকেয়া বেগম নামের একজন বলেন, আমার মিটারের সমস্যার জন্য আমি অফিসে এসে দেখি অফিস তালা দেয়া, অফিসে কেউ নেই। ব্যাংকের এক লোককের সাথে জিজ্ঞাসা করে জানতে পারলাম তারা অনির্দিষ্টকালের জন্য ছুটিতে আছেন। এভাবে একটা অফিসের সবাই যদি ছুটিতে থাকে তাহলে আমরা আমাদের সেবাটা কিভাবে পাবো? আমাদের ভোগান্তিরা আর শেষ হইল না। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই'।

এ সময় কথা হয় গণছুটিতে থাকা শিবচর উপজেলার জোনাল অফিসের এন ফোর্সম্যান কোঅডিনেটর নিজাম উদ্দিনের সাথে তিনি বলেন, আমরা গ্রাহকদের স্বার্থেই আন্দোলন করছি,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির কারণে আমরা হয়নি শিকার হচ্ছি। তারা নিম্নমানের সামগ্রী ক্রয় করেন, নিম্নমানের মিটার গ্রাহকদের প্রদান করেন যার কারণে গ্রাহকদের মিটার বিল বেশি আসে, মিটার বিল বেশি আসার কারণে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়। আমাদের চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত করা কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্তাদেশ বাতিল করতে হবে।

অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিষয় জানতে চাইলে ভারপ্রাপ্ত এ জি এম জহিরুল হক বলেন, আমাদের শিবচর উপজেলায় এক যোগে অনির্দিষ্টকালের গণছুটি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে, আশা করি সরকার আমাদের চার দফা ন্যায্য দাবি মেনে নিবে। আমাদের এ দাবি সরকারের বিপক্ষে নয় বা কোনো গোষ্ঠীর বিপক্ষ নয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেয়ার দাবি আমাদের দীর্ঘদিনের।

শিবচর উপজেলার ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, শিবচরে ১০৬ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। আমি তাদের সাথে এ ব্যাপারে কথা বলেছি, গ্রাহকরা যাতে হয়রানি শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখছি। তাদের কাজে যোগদান করার জন্য বলেছি। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত