রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১২: ১০
ছবি: সংগৃহীত

রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত অটোরিকশা ও মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রা‌তে উপ‌জেলার তারা‌ব এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন তারা‌ব সুলতানবাগ এলাকার মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রা‌তে তারা‌ব বিশ্বরোড এলাকা থ‌েকে অটোরিকশাযোগে তারা‌বর সুলতানবাগ এলাকার বা‌ড়‌িতে ফির‌ছ‌িলেন শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। তাদের অটোরিকশা তারাব বিশ্বরোড এলাকায় সাইফেং ফ্যাক্টরির সাম‌নে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি হাই‌য়েস মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুম‌ড়েমুচ‌ড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অটোচালক অজ্ঞাত (৩৫) এবং আহত হয় অটোর যাত্রী শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। এর মধ্যে শাহ‌রিয়ায় হাসান আকাশ ও তার বন্ধু তা‌মিম সরকারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা ম‌েড‌িকেল কলেজ হাসপাতা‌লে ন‌িয়ে যায়। পরে সেখানে ডাক্তাররা শাহ‌রিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী ব‌লেন, দুর্ঘটনার পর চালক মাইক্রোবাস ন‌িয়ে পা‌ল‌িয়ে যাওয়ায় তা‌কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত