আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটালীপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

কোটালীপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গণে ও থানায় সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার বিকেলে কোটালীপাড়া পৌর মার্কেট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর মঙ্গলবার রাতে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গণে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে থানায় কর্তব্যরত থাকা অবস্থায় কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২) আহত হয়।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইতোমধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত কাজ শুরু করেছে।

এদিকে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও কোটালীপাড়া থানা পুলিশ সদস্যদের সাথে দেখা করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাওসার আহমেদ।

এ সময় খেলাফত মজলিশের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাব্বির বিন সুলতান, পৌর শাখার সভাপতি মাওলানা আনসার আলী, জেলা যুব মজলিসের প্রশিক্ষণ বিষয়ক বিষয়ক সম্পাদক কাজী মহিবুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন