আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, ফরিদপুর

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

ফরিদপুর ও মাদারীপুর জেলার ৫০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ২৬ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হয়।

ফরিদপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

বিজ্ঞাপন

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক অপপ্রচার ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে ও পরে যেকোনো সংবাদ তৈরি বা পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করতে হবে। ভুল তথ্যসম্বলিত একটি সংবাদ সাংবাদিক এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম দিনে নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান এবং দ্বিতীয় দিনে বিপিজেএ’র সভাপতি ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি সমন্বয় করেন পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...