আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৯ বছর পর জামিনে মুক্ত, কালো গাড়িতে আবার গুম হাফেজ খালেদ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

৯ বছর পর জামিনে মুক্ত, কালো গাড়িতে আবার গুম হাফেজ খালেদ

মাদারীপুরের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারাবন্দী ছিলেন ৯ বছর। গতকাল সোমবার কাশিমপুর ১ নং কারাগার থেকে জামিন পান তিনি। এদিন বিকেলে তাকে আবার কারা ফটক থেকে কালো রংয়ের গাড়িতে করে নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বিজ্ঞাপন

খালেদ সাইফুল্লাহ জেলার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামের কাজী বেলায়েত হোসেন এর বড় ছেলে। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকায় গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এতে লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিন জানান, ১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর মিথ্যা মামালায় কারাগারে ছিলেন। উচ্চ আদালত তাকে জামিন দেয়ার আদেশ দেয়।

হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুরসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চেধৗরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিনসহ পরিবারের অন্য সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন