আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শতাধিক এতিম শিশুর হাতে তুলে দেওয়া হল কম্বল, ক্রীড়া সামগ্রী ও কম্পিউটার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

শতাধিক এতিম শিশুর হাতে তুলে দেওয়া হল কম্বল, ক্রীড়া সামগ্রী ও কম্পিউটার

নারায়ণগঞ্জের ফতুল্লায় শতাধিক এতিম শিশুর হাতে তুলে দেওয়া হল কম্বল, ক্রীড়া সামগ্রী ও কম্পিউটার। একই সঙ্গে এতিম শিশুদের বিনোদনের জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে মুসলিম নগর বাইতুল আমান শিশু পরিবারের প্রায় শতাধিক এতিম শিশুর হাতে এসব সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণগঞ্জ সদর সাদিয়া আক্তার, সদর উপজেলার প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, বাইতুল আমান শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এখানে আছো, একদিন লেখা-পড়া করে অনেক বড় মানুষ হবে। শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে।

তিনি আরো বলেন, তোমরা পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক শিশুদের আবাসন ব্যবস্থা ও ডাইনিং পরিদর্শন করেন এবং পরে শিশুদের খেলাধুলার জন্য নির্মিত একটি মিনি পার্ক উদ্বোধন করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন