আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

মাত্র ৩ হাজার টাকায় বন্ধক মোবাইল ফোন ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত মাদারীপুরের রাজৈরে ইজিবাইকচালক সোহান মিয়া মারা গেছেন। সোমবার সন্ধ্যায় জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়। তিনি একই এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে। একই সঙ্গে ছু‌রিকাহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আমিন (২০)

এর আগে গত ২০২৫ সালের ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও আমিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাজৈর উপজেলার স্লুইসগেট এলাকার মো. লাল মিয়ার ছেলে রতন (১৮), তার খালাতো ভাই সাজ্জাদ (১৮), কানাইপুর গ্রামের আকা মিয়া ও তার ছেলে রিয়াজ মিয়া। রতন দীর্ঘদিন ধরে তার মামাবাড়ি কানাইপুরে বসবাস করে আসছেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে এই মামলার একজন এজাহারনামীয় আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিদের না ধরা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...