ধলেশ্বরী নদীতে চলন্ত ফেরিতে থাকা ট্রাক ধাক্কা দিয়ে যাত্রীসহ একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে নিয়ে নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার সাঁতরে তীরে উঠে আসেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানা পুলিশ, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বক্তাবলী নৌ-পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে তীব্র শীত ও অন্ধকারের কারণে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, ফেরিটি বক্তাবলী পূর্ব ঘাট ছেড়ে মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সামনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নদীতে তলিয়ে যায়। অটোরিকশাটিতে একজন পুরুষ ও একজন নারী যাত্রী ছিলেন; ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। এছাড়া প্রবাস ফেরত এক যুবক ফেরিঘাটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও দুর্ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনরা ফেরিঘাটে এসে আহাজারি করছেন।
বক্তাবলী নৌ-পুলিশের ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ফেরিটি নদীর মাঝে আসার পর ট্রাকচালক হঠাৎ ইঞ্জিন চালু করেন। তিনি ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পারায় সামনে থাকা অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেগুলো নদীতে তলিয়ে যায়। আমরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক তৎপরতা শুরু করেছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, “রাতের প্রতিকূলতায় উদ্ধার অভিযান চালানো ঝুঁকিপূর্ণ। ঢাকা থেকে আমাদের ডুবুরি দল রওনা হয়েছে। ইনশাআল্লাহ, সকালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে।”
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও সংশ্লিষ্টদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

