মানিকগঞ্জে ট্রাকচাপায যুবক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২৪

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহাগ (২৫) বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোচালক।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে থাকা ডিম ভর্তি একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন। তাদের স্থায়ীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সোহাগকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আহত আরো চারজনের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত