বোয়ালমারীতে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৪: ০৯

মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর ফারুক (২২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়নীপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের শেষ আলোয় দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে। ব্রিজের এপ্রোচে বেপরোয়া গতিতে চলতে থাকা মোটরসাইকেলটি একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে বসা আবু বকর ব্রিজের রেলিংয়ে মাথা আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি মহম্মদপুর উপজেলার এলাকায় ঘটেছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি, তাই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত