আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদকে অদম্য নারীর সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় দপ্তরের সমন্বয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নুরুন্নাহার মাসুদ ও আরও চারজন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সফল জননী নারী নুরুন্নাহার মাসুদ ছাড়াও শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী শাহরিয়ার সুলতানাকে, সমাজ উন্নয়নে অবদান রাখায় জোবায়দা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে সংগ্রামী জীবনধারায় জয়ী আক্তার পারভীনকে ও অর্থনৈতিক সাফল্য নারী রহিমা বেগমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের অদম্য পাঁচ নারী সদস্যদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ জেলা পর্যায়ে অদম্য নারীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় তার পরিবর্তে ছেলে সাঈদ মাসুদ মায়ের পুরস্কার গ্রহণ করেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

