আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্যা ডাঙ্গী গ্রামের মৃত শেখ তোতা মাঝির ছেলে নাজমুল হুদা নান্নু (৫৫) ও তার আপন ভাই মো. আলমগীর হোসেন (৩৮)। নাজমুল হুদা নান্নু ফরিদপুর জেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের সভাপতি এবং আলমগীর হোসেন সহ-সভাপতি পদে বহাল ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি বিকেলে ইন্তাজ মোল্যা ডাঙ্গী গ্রামে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন রাতে তাদের আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই নেতার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দীপু ও সাবেক ইউপি সদস্য জুলহাস শিকদারসহ একাধিক ব্যক্তি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে রমরমা ইয়াবা ব্যবসা চালাতেন। এছাড়া একটি ভুয়া এনজিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়রা আরও জানান, পদ্মা পাড়ের চর এলাকায় সাধারণ মানুষের জন্য তারা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন