স্টাফ রিপোর্টার, টঙ্গী
২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও এবারও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, এই মাদরাসার শিক্ষার্থীরা এবারও দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে ১,২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় ১,২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৫১৭ জন উত্তীর্ণ হয় এবং ৩৯০ জন জিপিএ-৫ অর্জন করে। অপরদিকে, সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭৪৩ জন উত্তীর্ণ হয় এবং ২৭১ জন জিপিএ-৫ পায়।
এ ব্যাপারে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, এটি আমাদের দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফল। আধুনিক পাঠক্রম, নিয়মিত মূল্যায়ন এবং কঠোর একাডেমিক তত্ত্বাবধানের কারণেই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের মাদরাসা শিক্ষায় উৎকর্ষের প্রতীক হয়ে উঠেছে।
২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও এবারও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, এই মাদরাসার শিক্ষার্থীরা এবারও দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে ১,২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় ১,২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৫১৭ জন উত্তীর্ণ হয় এবং ৩৯০ জন জিপিএ-৫ অর্জন করে। অপরদিকে, সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭৪৩ জন উত্তীর্ণ হয় এবং ২৭১ জন জিপিএ-৫ পায়।
এ ব্যাপারে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, এটি আমাদের দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফল। আধুনিক পাঠক্রম, নিয়মিত মূল্যায়ন এবং কঠোর একাডেমিক তত্ত্বাবধানের কারণেই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের মাদরাসা শিক্ষায় উৎকর্ষের প্রতীক হয়ে উঠেছে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২০ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৬ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৮ মিনিট আগে