আলিমে এবারও দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৬: ৫০

২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও এবারও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, এই মাদরাসার শিক্ষার্থীরা এবারও দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে ১,২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় ১,২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৫১৭ জন উত্তীর্ণ হয় এবং ৩৯০ জন জিপিএ-৫ অর্জন করে। অপরদিকে, সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭৪৩ জন উত্তীর্ণ হয় এবং ২৭১ জন জিপিএ-৫ পায়।

এ ব্যাপারে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, এটি আমাদের দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফল। আধুনিক পাঠক্রম, নিয়মিত মূল্যায়ন এবং কঠোর একাডেমিক তত্ত্বাবধানের কারণেই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের মাদরাসা শিক্ষায় উৎকর্ষের প্রতীক হয়ে উঠেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত