আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গভীর রাতে বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে গৃহকর্তাকে কুপিয়ে স্বর্ণ ও টাকা লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে গৃহকর্তাকে কুপিয়ে স্বর্ণ ও টাকা লুট
ছবি: আমার দেশ

আড়াইহাজার উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় মিন্টু ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিন্টু ভূঁইয়া (৬০) পাঁচগাঁও এলাকার মৃত কামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত দেশি অস্ত্র নিয়ে বাড়ির গাছ বেয়ে বাউন্ডারি ওয়ালের ভেতরে প্রবেশ করে। পরে তারা মূল গেটের তালা কেটে ভবনের দরজা ভেঙে ঘরে ঢোকে।

ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ হাজার টাকা এবং মিন্টু ভূঁইয়ার স্ত্রী শিরিন হোসেনের গলায় ও হাতে থাকা চেইন, ব্রেসলেট, আংটিসহ প্রায় চার ভরি স্বর্ণালংকার জোরপূর্বক নিয়ে যায়।

একপর্যায়ে মিন্টু ভূঁইয়া ডাক-চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মিন্টু ভূঁইয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন