আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার উপহার পেলেন ২০০ মানুষ

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার উপহার পেলেন ২০০ মানুষ

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রদল নেতা হাসান উল্লাহর ঈদ উপহার পেয়েছেন দুই শতাধিক হতদরিদ্র মানুষ।

শুক্রবার সকালে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তরপাড়া এলাকার আলাউদ্দিন মৌলভি বাড়ি প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। হাসান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

বিতরণের আগে বিশ্বনাথপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আলাউদ্দিন মৌলভির সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. ‍জালাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ইলিয়াছ উদ্দিন চুন্নু, হাবিবুর রহমান ভূঁইয়া, লুৎফুর রহমান মোফাজ্জল, কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন প্রমুখ।

আয়োজক হাসান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েক বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ব্যক্তিগত অর্থায়নে এসব উপহার দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন