ফরিদপুর জেলার ভাঙ্গার দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী উপজেলার সাথে সংযুক্ত করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার প্রতিবাদে সোমবার দুপুরে তিনটি সরকারি প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার ভাঙ্গা থানায় একটি মামলা করেছে পুলিশ।
পুলিশ বাদী হয়ে পতিত সরকারের ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। ভাঙ্গা থানায় মামলা দায়েরের বিষয়টি আমার দেশকে বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
তিনি আরও জানান, নিক্সনের পাশাপাশি জেলা ছাত্রলীগের সাবেক নেতা তৌহিদুর রহমান বুলবুল, চলমান আন্দোলন কর্মসূচির সমন্বয়কারী হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়াসহ ২৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার কোন আসামি আটক হয়েছে কিনা বিষয়টি জানতে চাইলে আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলা ও হামিরদী ইউনিয়নকে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পার্শ্ববর্তী উপজেলা নগরকান্দ ও সালথার সাথে জড়িত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন জারি করার পর থেকে দুটি ইউনিয়নের লোকজন রাজপথে আন্দোলন কর্মসূচি হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করে। সেই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উপজেলার ঈদগাঁ জামে মসজিদ, ভাঙ্গা থানা পুলিশ স্টেশন হাইওয়ে থানা ও ভাঙ্গা উপজেলা পরিষদের পনেরটি দপ্তর ভাংচুর এবং দুটি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে ভস্মীভূত, তিনটি মোটরসাইকেল ভাংচুর করে।
একইভাবে হাইওয়ে থানার ভবনের মালামাল ভাংচুর এবং মামলার জব্দকৃত একটি প্রাইভেট কার আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে। এছাড়াও ভাঙ্গা পুলিশ স্টেশনে হামলা চালিয়ে অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের ৯টি পিকআপ গাড়ি ভাংচুর ও মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করার পাশাপাশি ট্রাফিক পুলিশের আরও দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

