আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদানে এক মাস না যেতেই সেনাসদস্য জাহাঙ্গীরের বাড়িতে এলো মৃত্যুর খবর

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
সুদানে এক মাস না যেতেই সেনাসদস্য জাহাঙ্গীরের বাড়িতে এলো মৃত্যুর খবর

মাস খানেক আগে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদান গিয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সেনাসদস্য মো. জাহাঙ্গীর আলম (৩০)। আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির আশা ছিলো এবার একটু সুখের দেখা মিলবে। কিন্তু ভাগ্যে বড়ই নির্মম। এক মাস যেতে না যেতেই ছেলের মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে গেছেন বয়োবৃদ্ধ কৃষক পিতা হযরত আলী। স্বামীর মৃত্যুর খবর শুনে বার বার মুর্ছা যাচ্ছেন সেনাসদস্যের স্ত্রী রুবাইয়া আক্তার।

বিজ্ঞাপন

শনিবার সুদানের আবেইতে জাতিসংঘ ঘাঁটি আক্রমণ করে সন্ত্রাসীরা। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হন। তাদের একজন মো. জাহাঙ্গীর আলম। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের হযরত আলীর ছেলে।

সরেজমিনে রোববার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে আশপাশের মানুষের আনাগোনা দেখা যায়। নিহতের বাবা হযরত আলী ছেলের শোকে কান্নায় ভেঙে পড়ছেন। ঘরের ভেতর থেকে ভেসে আসছে নিহতের স্ত্রীর গগণ বিদারী কান্না। যারা শান্তনা দিতে আসছেন তাদের চোখ বেয়েও পড়ছে পানি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন মো. জাহাঙ্গীর আলম। সর্বশেষ চাকরিরত অবস্থায় রংপুর ক্যান্টনমেন্ট থেকে চলতি বছরের ৭ নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদান যান। তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম মেঝো। ইরফান নামে তার তিন বছরের এক ছেলে রয়েছে।

নিহতের শ্যালক মো. অলি উল্লাহ বলেন, গতকাল রাত থেকেই বিভিন্ন মাধ্যমে ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবর শুনছিলাম। আজ রোববার সকাল ১০টার দিকে রংপুর ক্যান্টনমেন্ট থেকে ক্যাপ্টেন ইমরান নামের একজন মোবাইল ফোনে জাহাঙ্গীরের মৃত্যুর খবর জানান। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সরকার যেন এই পরিবারটির পাশে দাঁড়ায় সেই দাবি জানাই।

জাহাঙ্গীরের বাবা হযরত আলী ছেলের কথা বলতে গিয়ে হাউমাউ করে কাঁদছেন। ছেলের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন