আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার কোনো দায়সারা নির্বাচন হবে না: নরসিংদীর জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

এবার কোনো দায়সারা নির্বাচন হবে না: নরসিংদীর জেলা প্রশাসক

নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার কোনো দায়সাড়া নির্বাচন হবে না। বিগত ১৪, ১৮ ও ২৪ সালের ন্যায় নির্বাচন হবে না। এবারের নির্বাচন হবে অংশ গ্রহণমূলক, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কোনো প্রকার অনিয়ম হতে আমরা দেব না। সবাই দায়িত্বশীল হয়ে নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে জেলার শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. আব্দুর রহিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...