ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৪: ০৬

ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন এর সভাপতিত্বে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মশালায় জানানো হয়, ফরিদপুর জেলায় ১ হাজার ৯৯৪টি কেন্দ্রে ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের এদিন নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের সচেতন করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত