আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতার বিরুদ্ধে মার্কেট দখলের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বিএনপি নেতার বিরুদ্ধে মার্কেট দখলের হুমকির অভিযোগ
ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জ শহরে সরকারি জমিতে লিজ নিয়ে গড়ে ওঠা মার্কেট দখলে নিতে মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম সরদার নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

তিনি শহরের আমলাপাড়া এলাকার তারা মিয়া সরদারের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন হানিফ সদার (৪৮), দুলাল সমীর (৪৭), আমিন (৪০), তানাভির (৩০) ও শাহিল (২৫)।

বিজ্ঞাপন

এই ঘটনায় গতকাল রোববার রাতে মার্কেট মালিকদের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, শহরের চারারগোপ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে সরকারি জমিতে একটি মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটটি বাইতুস ছালাত (মসজিদ) কো-অপরেটিভ শপিং সোসাইটি লিমিটেড দ্বারা পরিচালিত। সম্প্রতি মার্কেটটি দখলের জন্য বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার ও তার সহযোগীররা চেষ্টা করে আসছিলেন। এ কারণে নারায়ণগঞ্জ আদালতে মামলা করা হয়।

ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে নালিশা ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেন। পিটিশন মামলার আসামিরা হলেন মো. ফারুক আহম্মেদ (৪০), শফিকুল আলম সিদ্দিক, মো. ফাক্তাক ওরফে নোয়াখাইল্যা সরত, সাইদ (৩৫), ওমর আলী (৬৫) ও জামান (৫০)। নারায়ণগঞ্জ সদর থানা থেকে গত ২৯ সেপ্টেম্বর বাদী ও বিবাদীপক্ষকে তফসিলে বর্ণিত নালিশি ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেয়।

তিনি আরো জানান, আদালতের নির্দেশ অমান্য করে মার্কেট থেকে আমাদের উচ্ছেদ করতে সম্প্রতি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় আমাদের আবারও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, এই বিষয়ে উভয়পক্ষ মিলে একটি সমাধান করেছে বলে জানা গেছে। এই বিষয়ে উভয়পক্ষের আর কোনো অভিযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...