ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় এক যুবক জেলে থাকার ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দায় বিবদমান দুটি দলের মধ্যে গভীর রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ঘটনার জের ধরে শনিবার এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজরাকান্দা গ্রামের খবির শেখের ছেলে নূর আলম শেখ লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর জন্য একই গ্রামের সাকিব তার পরিবারের কাছ থেকে ২৮ লাখ টাকা নেয়। ভূমধ্যসাগর দিয়ে লিবিয়ায় যাওয়ার সময় সাকিব পুলিশের হাতে আটক হয়ে লিবিয়ার কারাগারে কারাভোগ করেছেন।
এনিয়ে গত কয়েকদিন ধরে তীব্র উত্তেজনার মধ্যে যুবক মামুনকে লিয়াকত মাতুব্বর ও তার সহযোগীরা পিটিয়ে আহত করে। এ সময় দুপক্ষের হামলা-পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন আমার দেশকে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

