সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলীতে নিকলী মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের হিমেল আহমেদ। সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায়দিন সাজেদুল হক নাঈম।
বৃহস্পতিবার নিকলী সদরের একটি আভিজাত রেষ্টুরেন্টে নিকলী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে কন্ঠ ভোটে নবগঠিত কমিটি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নিকলী প্রতিনিধি মোহাম্মদ আলী, সহসভাপতি দৈনিক আজকের দেশ পত্রিকার নিকলী প্রতিনিধি মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বিজনেস ফাইল পত্রিকার নিকলী প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিনার, দৈনিক বাংলাবাজার পত্রিকার মো. ইসমত কোষাধ্যক্ষ, দৈনিক আমার সংবাদ পত্রিকার নিকলী প্রতিনিধি রেদুয়ানুল হক শাওন দপ্তর সম্পাদক, সরেজমিন পত্রিকার নিকলী প্রতিনিধি আমিনুল ইসলাম প্রচার সম্পাদক, মো. আল আমিন সহ ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, নিকলী উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তোলা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
এ সময় স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

