
উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছয় বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অপচেষ্টার আভিযোগে আশি বছরের বৃদ্ধ সাফি শিকদারকে আটক করা হয়েছে। শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে।সম্পর্কে তারা দুজনে দাদা নাতি। এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
আটক সাফি শিকদার উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত রজ্জব আলী শিকদারের ছেলে। রোববার গণমাধ্যমের কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটি তার মায়ের জন্য পান কিনে বাড়িতে ফেরার সময় তাকে ১০ টাকার লোভ দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় সাফি শিকদার। অভিযুক্তের পুত্রবধূ (ছেলের স্ত্রী) ঘরের সামনে শিশুর জুতা পড়ে থাকতে দেখে তার সন্দেহ হলে বাড়ির ভেতরে গিয়ে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে।
পরে ঘটনাটি পরিবারের লোকজনদের জানানোর পর সংবাদ কর্মীরা ছুটে আসেন। এ ঘটনা গোপন রাখার জন্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালানো হয়। শিশু ও বৃদ্ধার বিষয়টি গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেই ভেস্তে যায় মীমাংসা।
অভিযুক্ত সাফি শিকদার বলেন, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার এবং তাকে ফাঁসানো হয়েছে। আমার বাড়ির পাশেই নাতনির (শিশুটির বাড়ি ৷ আমি তাকে ১০ টাকা দিয়ে ছিলাম কিন্তু কোন অসৎ উদ্দেশ্য ছিল না।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান।

ছয় বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অপচেষ্টার আভিযোগে আশি বছরের বৃদ্ধ সাফি শিকদারকে আটক করা হয়েছে। শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে।সম্পর্কে তারা দুজনে দাদা নাতি। এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
আটক সাফি শিকদার উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত রজ্জব আলী শিকদারের ছেলে। রোববার গণমাধ্যমের কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটি তার মায়ের জন্য পান কিনে বাড়িতে ফেরার সময় তাকে ১০ টাকার লোভ দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় সাফি শিকদার। অভিযুক্তের পুত্রবধূ (ছেলের স্ত্রী) ঘরের সামনে শিশুর জুতা পড়ে থাকতে দেখে তার সন্দেহ হলে বাড়ির ভেতরে গিয়ে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে।
পরে ঘটনাটি পরিবারের লোকজনদের জানানোর পর সংবাদ কর্মীরা ছুটে আসেন। এ ঘটনা গোপন রাখার জন্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালানো হয়। শিশু ও বৃদ্ধার বিষয়টি গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেই ভেস্তে যায় মীমাংসা।
অভিযুক্ত সাফি শিকদার বলেন, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার এবং তাকে ফাঁসানো হয়েছে। আমার বাড়ির পাশেই নাতনির (শিশুটির বাড়ি ৷ আমি তাকে ১০ টাকা দিয়ে ছিলাম কিন্তু কোন অসৎ উদ্দেশ্য ছিল না।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান।

যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে যোগ দেন এসব নেতাকর্মীরা। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন নতুনদের স্বাগত জানান এবং তাদেরকে সাংগঠনিক কার্যক্রমে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়া চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি
৯ মিনিট আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। এনিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। আদালতের উত্তপ্ত প্রাঙ্গণ থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থীরা খুলনা প্রেসক্লাবে এসে প্রেস কনফারেন্স করেছেন।
১০ মিনিট আগে
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা শতভাগ পি আর এ বিশ্বাসী না। তবে একশো আসনে পিআর হলে ভালো হয়। দুই কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ও তিনি দ্বিমত পোষণ করে বলেন আমরা একটি কক্ষ চাই।
১২ মিনিট আগে
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পুলিশ পরিদর্শক মেহেদী হাসানের অভিযোগে উল্লেখ করা হয়েছে, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে চাকরি শ
৩০ মিনিট আগে