উপজেলা প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে স্থানীয়দের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িতরা হলেন বিএনপি নেতা সিজান, মোশারফ, আবদুল্লাহ্, শাকিল, সোহেল, অনয়, বাবু, কাজল, জাকিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন যুবক। তারা সম্প্রতি ৮ থেকে ১০টি বাড়িঘরে হামলা ও দোকান লোটপাট করেন। এসময় দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাঙচুর করে এবং কয়েকজনকে মারধর করে রক্তাক্ত করা হয়।
ভুক্তভোগীরা হলেন- পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃধার ছেলে বাইজিদ মৃধা, আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার, আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার, রশীদ পাইকের ছেলে দোলাল পাইক, আবুল বাসার মৃধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃধা, এম্মত মৃধার ছেলে বিল্লাল মৃধা, সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ, মহর উদ্দীনের ছেলে ছাত্তার ও তারই ভাই কুদ্দুস।
তাৎক্ষনিক খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিজান দলের কেউ না। কোনো সন্ত্রাসীর প্রশ্রয় আমার কাছে নেই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসি। ভুক্তভোগীদের সাথে কথা বলে মনোহরদীর থানার ওসিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলি। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বাদল মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা করেন।
মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে স্থানীয়দের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িতরা হলেন বিএনপি নেতা সিজান, মোশারফ, আবদুল্লাহ্, শাকিল, সোহেল, অনয়, বাবু, কাজল, জাকিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন যুবক। তারা সম্প্রতি ৮ থেকে ১০টি বাড়িঘরে হামলা ও দোকান লোটপাট করেন। এসময় দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাঙচুর করে এবং কয়েকজনকে মারধর করে রক্তাক্ত করা হয়।
ভুক্তভোগীরা হলেন- পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃধার ছেলে বাইজিদ মৃধা, আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার, আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার, রশীদ পাইকের ছেলে দোলাল পাইক, আবুল বাসার মৃধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃধা, এম্মত মৃধার ছেলে বিল্লাল মৃধা, সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ, মহর উদ্দীনের ছেলে ছাত্তার ও তারই ভাই কুদ্দুস।
তাৎক্ষনিক খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিজান দলের কেউ না। কোনো সন্ত্রাসীর প্রশ্রয় আমার কাছে নেই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসি। ভুক্তভোগীদের সাথে কথা বলে মনোহরদীর থানার ওসিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলি। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বাদল মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা করেন।
মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
১০ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২৩ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগে