শয়তানের নিঃশ্বাসে ৩ লাখ টাকা খোয়ালেন গৃহবধূ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৯

মাদারীপুরের শিবচরে শয়তানের নিশ্বাস বা স্কোপোলামিনের প্রভাবে তিন লাখ টাকা খুইয়েছেন লাখি আক্তার নামে এক গৃহবধূ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডিআইজি মার্কেটে এ ঘটনা ঘটে। লাখি শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বলেন, দুপুরে বাড়ি থেকে টাকা নিয়ে ভাশুর কামালের অ্যাকাউন্টে জমা দিতে ডিআইজি মার্কেটে ইসলামী ব্যাংক শাখায় আসেন লাখি। ব্যাংকে ওঠার সময় একটি কাগজ দিয়ে তার কাছে ঠিকানা জানতে চান সিঁড়িতে থাকা অপরিচিত নারী। একপর্যায়ে নাকে ছিটিয়ে দেওয়া শয়তানের নিঃশ্বাসের প্রভাবে প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান তিনি। পরে তাদের কথামতো নিজের কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল দিয়ে দেন।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় প্রকৃত চিত্র দেখা যায়নি। তবে এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত