আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানুষ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

মানুষ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না: ধর্ম উপদেষ্টা

এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার রাতে কিশোরগঞ্জের আজিম উদ্দিন স্কুল মাঠে দুই দিনব্যাপী এক সিরাতুন্নবী মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে তিনি পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হয়েছেন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এ সমাজ পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, আমি মনে করি রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন