রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দিকার অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লাকে বরণ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে কলেজের হলরুমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যা দুপুর পর্যন্ত চলমান থাকে।
অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও সরকারি পাংশা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন মোল্লা।
বিদায়ী অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দিকার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তার সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার অবসর জীবন সুখময় ও সুস্থতার কামনা করেন। একইসঙ্গে নবাগত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার নেতৃত্বে কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সিনিয়র শিক্ষক প্রভাষক মো. মাসুদ পারভেজ। এ সময় কলেজের সিনিয়র শিক্ষক প্রভাষক আবুল কালাম আজাদসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত অধ্যক্ষকে উষ্ণ অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নবাগত অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

