ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১২: ৩৯
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫: ১৬

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত , শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন।মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরাইলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

বিজ্ঞাপন

ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

অপর দিকে একই দাবিতে কালিয়াকৈর বাসস্ট্যান্ড মডেল মসজিদ চত্বর ও সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত