১০ টাকায় ঈদের নতুন পোশাক পাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২: ৫৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে ইউনাইটেড স্কুল অ্যাণ্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয় বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। গত পাঁচ বছর ধরে এই স্কুলের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করে আসছে।

বিজ্ঞাপন

তবে এটি নিছক কোনো দান কর্মসূচি নয় বরং আত্মসম্মান বজায় রেখে মানুষের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার এক অভিনব প্রচেষ্টা। শিক্ষার্থীরা মাত্র ১০ টাকার বিনিময়ে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে নতুন কাপড় বিক্রি করেন। যাতে সুবিধাবঞ্চিত শিশুরা দানের পরিবর্তে সম্মানজনকভাবে পোশাক সংগ্রহ করতে পারেন। এই ব্যতিক্রমী উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নের দোকান’।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কর্মসূচি উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাত হোসেন। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, স্কুলের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, দাতা সদস্য মজিবুল্লাহ নাহিদ, এম এম শাহীনুর ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ।

এই উদ্যোগের পেছনে রয়েছে ইউনাইটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন ট্রাস্টের সহযোগিতা। শিক্ষার্থীরা নিজেরা অর্থ সংগ্রহ করে পাশাপাশি বিভিন্ন দাতা ও শুভাকাঙ্খীদের কাছ থেকে সহায়তা নিয়ে এই কর্মসূচি চালিয়ে আসছে। প্রতি বছর ঈদের আগে তারা একটি বিশেষ আয়োজন করেন, যেখানে শত শত মানুষ মাত্র ১০ টাকার বিনিময়ে নতুন কাপড় সংগ্রহ করতে পারেন। সাধারণত একটি নতুন পোশাকের বাজারমূল্য ৬০০—৭০০ টাকা, অথচ এই আয়োজনের মাধ্যমে তা স্বল্পমূল্যে প্রদান করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত