আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা। শিবালয় উপজেলাকে ৩-২ গোলে ট্রাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনাল খেলায় উভয় দল সমানতালে লড়াই করলেও নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গিয়ে সদর উপজেলা জয়ের হাসি হাসে।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও অতিরিক্ত দায়িত্ব সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৬ আগস্ট থেকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। জেলার ৭ উপজেলার মধ্যে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর, দৌলতপুর, শিবালয়, সিঙ্গাইর এবং মানিকগঞ্জ পৌরসভাসহ মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। শিবালয় ও সদর

উপজেলার ফাইনাল খেলাটি দেখতে হাজার হাজার দর্শক সমাগম হয় এবং উপভোগ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন