আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক, টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার নাইমের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নাইমের ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৪–১৫টি দা, ছুরি ও চাকুসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাঈম (৩৮) ধন্দি ভিটি কামালদি, রুবেল ভূঁইয়া (৩৩) প্রভাকরদি, সুমন (৩০) ধন্দি ভিটি কামালদি এবং রুনা আক্তার (৩৪), ধন্দি ভিটি কামালদি।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

