আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচনি পরিচালনা সমন্বয় কমিটির সদস্যসচিব ফেরদৌস হোসেন রনি।

বিজ্ঞাপন

হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ও বিশেষ অতিথি আজিজুল হক আজিজের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুল্লাহ রোহান।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কাণ্ডারি ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট এ শূন্যতা পূরণ হবার নয়। তাকে হারিয়ে গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এ কাজটি যখন আমরা পূর্ণরূপে করতে পারব তখনই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিকের যোগ্যতা অর্জন করতে পারব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন