টঙ্গীতে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা, গায়ে লবণ ঢেলে উল্লাস

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৬: ৫৫

গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

উত্তেজিত জনতা ক্ষোভে ওই ব্যক্তির গায়ে লবণ ঢেলে উল্লাস করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে তিনজন যুবক টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের দুজনকে আটক করতে পারলেও অপর একজন কৌশলে সটকে পড়ে। পরে এলাকাবাসী ওই দুই যুবককে রশি দিয়ে হাত-পা বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

ঘটনার এক পর্যায়ে ছিনতাইকারীর অভিযোগে মৃত যুবকের গায়ে লবণ দিয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে লাশটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুইজন যুবক বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় এলাকাবাসী দুইজনকে আটক করে পিটুনি দেওয়া হলে একজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, মৃত ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত